শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দফতরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে দুপুরে এক বার্তায় এনসিপি জানায়, বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলে আরও ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।