শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

বিসিবি সভাপতি : ভারতেই খেলতে হবে, আইসিসি বলেনি

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা রাত জেগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকেন কিংবা কাজের চাপ শেষে দেরিতে ঘুমোতে যান, তারা মঙ্গলবার গভীর রাতে একটি দুঃসংবাদ পান। রাত দুইটার পর ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে, নতুবা পয়েন্ট কর্তন হবে—এমন দাবি করা হয় প্রতিবেদনে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। প্রশ্ন ওঠে, ক্রিকইনফোর খবরটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপে অংশ নেবে না?

এই খবরের সত্যতা যাচাই করতে জাগো নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করে। তারা সবাই একই কথা বলেন—এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে বিসিবির সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার সকাল দশটার আগে জাগো নিউজকে মুঠোফোনে জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’

বুলবুল, যিনি নিজেও আইসিসিতে দায়িত্ব পালন করেছেন এবং সংস্থার অনেক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, স্পষ্ট করে বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে আইসিসি আবারও বিসিবির কাছে নিরাপত্তাজনিত উদ্বেগের পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কেন বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের মাটিতে নিরাপদ নন, সেই ব্যাখ্যা আমরা দেব। এরপরই বোঝা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হলে ওয়াকওভার দিতে হবে—এই খবর সম্পূর্ণ মিথ্যা।’

দ্ব্যর্থহীন কণ্ঠে বিসিবি সভাপতি জানান, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে এবং নিরাপত্তা উদ্বেগের ব্যাখ্যা দেওয়ার পরই আইসিসির সিদ্ধান্ত জানা যাবে।