নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের জেলা সফরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়ায় গিয়ে শেষ হবে এ সফর। তবে নির্বাচনী আচরণবিধির কারণে তিনি কোনো প্রচার-প্রচারণায় অংশ নেবেন না। সফরে তিনি শুধু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষে রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুর সফর করে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন।
১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রংপুরে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন তিনি।
আতিকুর রহমান আরও জানান, সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্বাচনী ব্যানার বা ফেস্টুন প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তারেক রহমানের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। গত ৬ জানুয়ারি তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।