শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচনে মনোনয়ন আপিলে তৃতীয় দিনের কার্যক্রম

ইসি প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের চলছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথে আপিল দায়ের শুরু হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিন দিনে মোট ১৯৭টি আপিল দায়ের হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রথম দিনে (সোমবার) মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের হয়। দ্বিতীয় দিনে (মঙ্গলবার) দায়ের হয় ১২২টি আপিল। আর আজ তৃতীয় দিনে দুপুর পর্যন্ত দায়ের হয়েছে আরও কয়েকটি আপিলসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭।

ইসির তথ্য অনুযায়ী, তিন দিনে দায়েরকৃত আপিলের মধ্যে খুলনা অঞ্চলে ২৩টি, রাজশাহীতে ২২টি, রংপুরে ১৬টি, চট্টগ্রামে ১২টি, কুমিল্লায় ২৪টি, ঢাকায় ৪২টি, ময়মনসিংহে ২৪টি, বরিশালে ৯টি এবং ফরিদপুর অঞ্চলে ১৪টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল করা হয়েছে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

ইসির নোটিশে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত লিখিতভাবে আপিল গ্রহণ করা হবে।

দায়েরকৃত আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ফুল কমিশন শুনানি গ্রহণ করবেন।

শুনানির সময়সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১-৭০ নম্বর আপিল, ১১ জানুয়ারি ৭১-১৪০, ১২ জানুয়ারি ১৪১-২১০, ১৩ জানুয়ারি ২১১-২৮০, ১৪ জানুয়ারি ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ই-মেইলে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত দিনে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি বিতরণ করা হবে।

১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারি এবং ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।