শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে শিবির সমর্থিত প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন।

অপরদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।