স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের একনিষ্ঠ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যাঁর পরিচিতি ছিল ‘আতা ভাই’ নামে। বুধবার রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা মিতুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই নাতনি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসের সঙ্গে আতাউর রহমানের নাম গভীরভাবে জড়িয়ে আছে। ক্লাবটির দীর্ঘ ২২ বছরের শিরোপা-খরা চলাকালেও তিনি কখনো দল ছেড়ে যাননি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে মোহামেডানের প্রতিটি ম্যাচে তাঁর উপস্থিতি ছিল অবধারিত। বয়সের ভারে নুয়ে পড়লেও প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে তরুণদের মতোই উচ্চকণ্ঠে চিৎকার করতেন তিনি।
শুধু ফুটবল নয়, মোহামেডানের হকি কিংবা ক্রিকেট—সব ক্ষেত্রেই ছিল তাঁর সরব উপস্থিতি। খেলার দিন স্টেডিয়ামে আর অন্য দিনগুলোতে ক্লাব প্রাঙ্গণেই কাটত তাঁর জীবনের অধিকাংশ সময়।
কয়েক বছর ধরে স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় খেলা ঢাকার বাইরে চলে যায়। বার্ধক্যের কারণে মাঠে যেতে না পারলেও ক্লাবের প্রতি তাঁর টান কমেনি একটুও। নিয়মিত খবর রাখতেন দলের এবং ভক্ত-সমর্থকেরাও মাঝেমধ্যে তাঁর বাসায় গিয়ে দেখা করতেন।
আতাউরের মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন এবং মোহামেডান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।