শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

তামিমকে ‘ভারতের দালাল’ বলায় নাজমুলের অবস্থান অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না চাওয়ার প্রসঙ্গে তামিমের মন্তব্য ছিল—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত ছিল তাড়াহুড়া না করে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এ বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দেন নাজমুল। এরপরই বিতর্কের ঝড় ওঠে।

সাবেক সতীর্থের পাশে দাঁড়িয়ে নাজমুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অনেক ক্রিকেটার। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে সরছেন না নাজমুল। তিনি বরং আগের বক্তব্যকেই সঠিক বলে দাবি করছেন।

গতকাল শুক্রবার বিকেলে ফোনে যোগাযোগ করা হলে নাজমুল বলেন, “আমার অবস্থান আগেও যা ছিল, এখনো তা-ই আছে। আমার কথা বদলাচ্ছি না। যেখানে একটি জাতীয় ইস্যু নিয়ে আমরা কথা বলছি, সেখানে শুধু টাকার বিষয় তুলে ভারতের হয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে! বাংলাদেশ যদি এই বিশ্বকাপ কোনোভাবে না খেলতে পারে, তাহলে কি টাকার অভাবে পড়বে?” তিনি এটিকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করে বিসিবিকে বিতর্কের বাইরে রাখতে চান।

তবে তাঁর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “খুবই দুঃখজনক। আমরা এমন একটি মন্তব্য করে ফেললাম এমন একজনকে নিয়ে, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। সবাই সম্মান প্রত্যাশা করে। বিসিবি তো আমাদের অভিভাবক। ঘরের মানুষের কাছ থেকে প্রত্যাশা করি আমাদের আগলে রাখবে, রক্ষা করবে। খেলোয়াড় হিসেবে এটি মানতে পারছি না।”

এর আগে কোয়াব বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায় এবং পরে সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে। সেখানে সভাপতি মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মমিনুল হক, সাব্বির রহমান ও শামীম হোসেন উপস্থিত ছিলেন। মিঠুন বলেন, “দায়িত্বশীল জায়গায় যাঁরাই থাকেন, তাঁদের আচরণবিধি মানা উচিত। সাধারণ মানুষ হিসেবে যেকোনো কথা বলতে পারেন, কিন্তু দায়িত্বশীল জায়গায় বসলে আপনার জবাবদিহি আছে। চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না।”

এ ছাড়া তাসকিন আহমেদ, তাইজুল, সাইফউদ্দিন ও মমিনুল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নাজমুলের মন্তব্যের তীব্র নিন্দা জানান। তবে বিসিবি এ বিষয়ে নিশ্চুপ রয়েছে। পরিচালক বা কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের কেউ মুখ খুললেও তাদের বিরুদ্ধে কোনো নোটিশ বা কারণ দর্শানোর নির্দেশ দেয়নি বিসিবি।