শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

আ. লীগ সমর্থক শিক্ষককে ধাওয়া দিয়ে প্রক্টর কার্যালয়ে নিলেন চাকসু নেতারা

চবি প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে এক শিক্ষককে ধাওয়া করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষক রোমান শুভ চবির আইন বিভাগের সহকারী অধ্যাপক। তাঁকে ধাওয়া করে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি, নির্বাহী সদস্য সোহানুর রহমানসহ কয়েকজন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আইন অনুষদের ১ নম্বর গ্যালারিতে ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন রোমান শুভ। চাকসুর নেতারা বিষয়টি নিয়ে অনুষদের ডিনের দপ্তরে আপত্তি জানান। এ সময় রোমান শুভ পরীক্ষার হল ত্যাগ করে চলে যেতে চাইলে তাঁকে ধাওয়া করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে তাঁকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট ও বক্তব্য দেওয়ার অভিযোগে রোমান শুভর বিরুদ্ধে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার কার্যক্রম এখনো চলছে।

চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, “ফ্যাসিবাদের সহযোগী হিসেবে পরিচিত একজন শিক্ষক অনৈতিকভাবে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। আমরা বিষয়টি ডিনের দপ্তরে জানাতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে আমরা তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসি।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।”