শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

ঘন কুয়াশায় নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে

মুক্তবাণী ডেস্ক : ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে।