মুক্তবাণী ডেস্ক
বর্তমানে অনেকেই রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করেন, যা ত্বকের জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। এসব পণ্যের কারণে ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রাকৃতিক ও ভেষজ ফেসপ্যাক ব্যবহার সবচেয়ে নিরাপদ এবং কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। কিছু ভেষজ ফেসপ্যাক ব্রণের দাগ দূর করতে বিশেষভাবে কার্যকর।
প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য : বেসন ও হলুদের ফেসপ্যাক প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। দুই চা চামচ বেসন, গোলাপ জল ও এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে পুরো মুখে লাগাতে হবে। ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হবে এবং ব্রণের দাগ কমবে।
তৈলাক্ত ত্বকের জন্য : তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা যায়। এ ক্ষেত্রে মুলতানি মাটি কার্যকর। দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার, তেলমুক্ত ও সতেজ হবে।
উজ্জ্বলতার জন্য অ্যালোভেরা-চন্দন ফেসপ্যাক : দুই চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক নরম ও উজ্জ্বল হবে এবং ব্রণের সমস্যা কমবে।
নিম পাতার পেস্ট : নিম পাতা পেস্ট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পরে ধুয়ে ফেললে ব্রণ-মুক্ত ও পরিষ্কার ত্বক পাওয়া যাবে।
এসব ঘরোয়া ভেষজ ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক শুধু প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয় না, বরং ভেতর থেকেও সুস্থ থাকে। তবে যে কোনো ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা জরুরি।