ফিচার ডেস্ক : চোখ বন্ধ করে নিজেকে কনে হিসেবে কল্পনা করুন। মনে যে ঝলমলে ছবি ফুটে উঠবে, সেখানে লাল ছাড়া অন্য কোনো রঙের উপস্থিতি খুব কমই থাকবে। বিশেষ দিনে ‘কবুল’ বলার মুহূর্তে ভালোবাসা, আবেগ আর প্রাণশক্তির প্রতীক হিসেবে লাল রঙই হয়ে ওঠে সবচেয়ে প্রিয়।
প্রাচীন বিশ্বাসে দেবীরা লাল বস্ত্রে সজ্জিত হয়ে মর্ত্যের মানুষকে রক্ষা করতেন। সেই বিশ্বাসে গভীরভাবে প্রোথিত এই রঙ প্রাণশক্তি ও শক্তির প্রতীক। দক্ষিণ এশীয় সংস্কৃতিতে লাল কেবল একটি রঙ নয়, বরং সৌভাগ্য, উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক। অশুভ শক্তিকে দূরে রেখে নারীর জীবনে সামঞ্জস্য, আনন্দ ও সুখ বয়ে আনে বলেই মনে করা হয়। তাই দাম্পত্য সুখের সঙ্গে লালের সম্পর্ক অটুট।
মানুষের অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত এই রঙ ভালোবাসা ও আবেগের অবিনাশী আগুনের প্রতিচ্ছবি। শোক ও বেদনার প্রতীক সাদার বিপরীতে লাল হলো নতুন সূচনা, সৌভাগ্য ও ভালোবাসার বার্তাবাহক। এর উজ্জ্বলতা কনেকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে, নতুন জীবন ও নতুন ভূমিকায় তাকে অনন্য করে তোলে।
দক্ষিণ এশিয়াজুড়ে লাল বিশেষভাবে প্রিয়। কারণ এটি সব ধরনের ত্বকের সঙ্গে মানানসই। প্রত্যেক ত্বকের জন্যই রয়েছে ভিন্ন ভিন্ন শেড। উষ্ণ আন্ডারটোনযুক্ত ত্বকের জন্য গাঢ় কমলা আভাযুক্ত লাল ও সিঁদুরে লাল সবচেয়ে মানানসই। গাঢ় কোরাল ও পার্সিমন লালও বিয়ের পোশাকে দারুণ পছন্দ হতে পারে। ফর্সা ত্বক ও ঠান্ডা আন্ডারটোনের জন্য নীলচে আভাযুক্ত লাল, যেমন উজ্জ্বল চেরি রেড বা রাস্পবেরি লাল উপযুক্ত। অলিভ স্কিন টোনের জন্য ব্রিক রেড ও ক্রিমসন, মাঝারি থেকে হালকা ত্বকের জন্য স্ট্রবেরি লাল মানানসই। আর শ্যামলা ত্বকের জন্য অক্সব্লাড, মার্লো, বোর্দো কিংবা গাঢ় অবার্ন লাল হতে পারে নিখুঁত পছন্দ।
বিয়ের শাড়ির প্রসঙ্গে বেনারসি কাতান আজও শীর্ষে। মায়ের সিঁদুরে লাল কাতান গায়ে জড়িয়ে অনেক মেয়েই একদিন নিজে কনে হওয়ার স্বপ্ন দেখে। কালজয়ী ও গভীর অর্থবহ এই লাল কাতান সবসময়ই নিখুঁত পছন্দ। তবে নিজের জন্য সঠিক লাল কাতান বেছে নেওয়ার সময় কাপড়ের মান ও কাজের দিকে নজর দেওয়া জরুরি।
নতুন প্রজন্মের কনেরা যারা ভিন্ন কিছু চান, তাঁদের জন্যও রয়েছে নানা বিকল্প। সম্পূর্ণ লাল লেহেঙ্গা হতে পারে আধুনিক ও অভিজাত স্টেটমেন্ট। সোনার পরিবর্তে হীরা বা রুবি গয়না বেছে নিলে লুক হয়ে উঠবে অনন্য। লাল লেহেঙ্গা কনট্রাস্ট বর্ডার বা ঐতিহ্যবাহী গহনার সঙ্গে দারুণ মানায়। লাল শাড়ি গাউনও হতে পারে রিসেপশনের জন্য আকর্ষণীয় পছন্দ।
আধুনিক কনে যা ইচ্ছে তাই পরতে পারেন। লাল রঙের আবেদন চিরন্তন—যে দিনই হোক, যে মুহূর্তেই হোক, লাল সবসময়ই কনেকে করে তোলে অনন্য।