নিজস্ব প্রতিবেদক : চব্বিশের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। পরবর্তীতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই ফরমাল চার্জ উপস্থাপন করা হবে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যায় কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন।
পুলিশ ও প্রসিকিউশন সূত্রে জানা যায়, আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। তারা ওই সময়ে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।