শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দ্বৈত নাগরিকত্বে প্রার্থিতা বাতিল, হাইকোর্টে রিট আবেদন

কুমিল্লা প্রতিনিধি : দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি কার্যতালিকার ৬৫ নম্বর ক্রমিকে রয়েছে।

মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

এর আগে, গত রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে উভয় পক্ষের আপিল শুনানি শেষে কমিশন আবদুল গফুরের প্রার্থিতা বাতিলের রায় দেয়।