মুক্তবাণী ডেস্ক : বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোন সিরিজ উন্মোচন করা হয়। সিরিজটির প্রধান আকর্ষণ হলো ১২০ এক্স জুম সক্ষমতা।
‘লাইভ ওয়াইড’ স্লোগান নিয়ে আসা রেনো ১৫ সিরিজের ক্যামেরায় রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’। এর ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউ নিশ্চিত করে। পাশাপাশি এতে যুক্ত হয়েছে ৩.৫x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো ১৫ সিরিজ ফাইভজি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বিস্তৃতভাবে ধারণ করতে পারেন।”
পাশাপাশি বাজারে এসেছে অপো প্যাড এসই এবং অপো প্যাড ৩। যথাক্রমে ৩১,৯৯০ টাকা ও ৫৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই দুটি ডিভাইস।