শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

শাহরুখকে ‘কাকু’ বলায় বিতর্কে তুর্কি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জমকালো ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে একসঙ্গে ধরা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। তারার মেলায় ভরা এই আয়োজনকে ঘিরেই এখন নেটদুনিয়ায় বইছে তুমুল বিতর্ক।

একটি কথিত স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে হান্দে শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন। এর আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় শাহরুখ খান বক্তব্য দিচ্ছেন আর দর্শক সারিতে বসে ফোনে ভিডিও করছেন হান্দে। মুহূর্তেই ভক্তরা ধরে নেন, তুর্কি অভিনেত্রীও ‘কিং খান’-এর জাদুতে মুগ্ধ হয়েছেন। কিন্তু সেই উচ্ছ্বাসে জল ঢেলে দেয় হান্দের নামে ছড়িয়ে পড়া বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে লেখা ছিল—‘এই কাকুটা কে? আমি আসলে আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি তার (শাহরুখের) ভক্ত নই। দয়া করে ভুল খবর ছড়ানো বন্ধ করুন।’ এই পোস্ট ঘিরেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় নেটিজেনরা। শাহরুখকে চিনতে না পারা এবং ‘কাকু’ বলায় ক্ষোভে ফেটে পড়েন বাদশার অনুরাগীরা।

তবে বিষয়টি খতিয়ে দেখে অনেকেই দাবি করছেন, এটি সম্পূর্ণ সাজানো বা এআই দিয়ে তৈরি একটি ভুয়া স্ক্রিনশট। বর্তমানে হান্দের প্রোফাইলে এমন কোনো স্টোরি নেই। অনেকের মতে, শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিতর্ক ছড়ানো হয়েছে।