শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ধানুশ ম্রুণালের প্রেমিক তালিকার অষ্টম ব্যক্তি হিসেবে আলোচনায়

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম চর্চিত অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন। তবে অভিনয়ের চেয়েও বেশি আলোচনায় রয়েছে তার ব্যক্তিগত জীবন। বেশ কিছুদিন ধরে দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় ভাসছে। এতদিন এই সম্পর্ককে নিছক ‘বন্ধুত্ব’ বলে উড়িয়ে দিলেও এবার শোনা যাচ্ছে বিয়ের সুর।

গুঞ্জন উঠেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেই নাকি সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ম্রুণাল ও ধানুশ। যদিও দুই তারকা এ বিষয়ে এখনো মুখ খোলেননি, তবে ভক্তদের কৌতূহল তুঙ্গে। চৌদ্দ বছরের অভিনয় ক্যারিয়ারে ম্রুণালের নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির সঙ্গে। বলা হচ্ছে, ধানুশ তার প্রেমিক তালিকার অষ্টম ব্যক্তি। এর আগে ম্রুণালের জীবনে ছিলেন আরও সাতজন।

শরদ ত্রিপাঠি-টেলিভিশন ক্যারিয়ারের শুরুর দিকে লেখক শরদ ত্রিপাঠির সঙ্গে গভীর প্রেমে জড়ান ম্রুণাল। ২০১৪ সালে শুরু হওয়া এই সম্পর্ক নিয়ে তারা ছিলেন সিরিয়াস। তবে ২০১৬ সালে মতপার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটে।

অরিজিৎ তানেজা-২০১৭ সালে ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের সহ-অভিনেতা অরিজিৎ তানেজার সঙ্গে ম্রুণালের নাম জড়ায়। শুটিং সেটের বাইরেও তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। তবে ২০১৮ সালে এই গুঞ্জন স্তিমিত হয়।

কুশল ট্যান্ডন-অরিজিতের পর টিভি অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ও সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দেখে নেটিজেনরা তাদের প্রেমের গুঞ্জন ছড়ান। যদিও তারা বিষয়টি স্বীকার করেননি, তবুও ২০১৯ সাল পর্যন্ত তাদের নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা ছিল।

বাদশা-পরবর্তীতে ম্রুণালের নাম জড়ায় জনপ্রিয় র‍্যাপার বাদশার সঙ্গে। তাদের বহুবার একসঙ্গে দেখা গেলেও বাদশা জানান, সম্পর্কটি কেবল সৌহার্দ্যপূর্ণ ছিল। ২০২১ সালে এই গুঞ্জনের ইতি ঘটে।

সিদ্ধান্ত চতুর্বেদী-২০২৩ সালে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন ওঠে। প্রকাশ্যে একসঙ্গে ঘোরাঘুরি সেই গুঞ্জনকে আরও উসকে দেয়। ২০২৪ সাল পর্যন্ত তাদের নিয়ে নানা গসিপ শোনা গেলেও দুজনই ছিলেন নীরব।

সুমন্ত-তেলুগু অভিনেতা সুমন্তের সঙ্গে একটি ছবি ভাইরাল হওয়ার পর প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ না খোলায় জল্পনা থেমে যায়।

শ্রেয়াস আয়ার-ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আয়ারের সঙ্গেও ম্রুণালের প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় বিষয়টি জল্পনাতেই সীমাবদ্ধ থাকে।

এখন দেখার বিষয়, পুরোনো সব জল্পনা পেছনে ফেলে আগামী ভালোবাসা দিবসে ধানুশের গলায় সত্যিই বরমাল্য দেন কি না ম্রুণাল ঠাকুর।