অর্থনৈতিক ডেস্ক : ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় রেজল্যুশন ফার্ম গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ লক্ষ্যে ব্যাংকগুলোর অর্থায়নে একটি বিশেষ ফান্ড তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত ‘ব্যাংকিং খাত : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোক বক্তৃতায় গভর্নর এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ব্যাংকিং খাতে কোনোভাবেই যেন ব্যক্তি-কেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব না ফেলে, সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র এবং সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যা হয়তো পাচারও হয়ে থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলেও স্বাধীনভাবে কাজ করছে। তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে উদ্বেগ রয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।
এর আগে ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকে ‘ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। গত বছরের ২২ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।