শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

বাসায় গুলি, চিরকুটে স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালককে হুমকি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এ সময় তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি প্রদান করে।

পুলিশ জানিয়েছে, চিরকুটে লেখা ছিল— “মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।”

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসায় অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক থাকেন। বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন। তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাসার সামনে আসে। পরে তিনজন বাসায় প্রবেশ করে তাকে খোঁজাখুঁজি করে।

এ সময় তারা বাসার সিকিউরিটি সদস্যকে জানায়, অশোক কুমার সাহা যেন স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে না যান। একই সঙ্গে একটি চিরকুট দিয়ে যায়। যাওয়ার সময় তারা সিসিটিভি ফুটেজে যাতে ধরা না পড়ে, সে জন্য ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়।

ডিসি মাসুদ আলম আরও বলেন, ২৫ তারিখ ব্যাংকের একটি মিটিং রয়েছে। ব্যাংককেন্দ্রিক অন্য কোনো পক্ষ এই ঘটনাটি ঘটাতে পারে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে।