মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়।
বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘ সময় ধরে অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও দেশটিতে ছিলেন। তাদের দু’জনেরই লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করা। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রিন কার্ডের জন্য আবেদনও করেছিলেন তারা। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিবাসন কর্তৃপক্ষ এই আবেদন প্রত্যাখ্যান করেছে।
জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা ছিল মাহি ও জয়ের। সে লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন তারা। কিন্তু কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিয়ে কথা হয় শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন নীতিতে কঠোর নিয়ম আনা হয়েছে। এতে আমি যে ফাইল জমা দিয়েছি, তার যাছাই–বাছাই শেষে কিছু বাড়তি তথ্য–উপাত্তের দরকার ছিল। সেসব তথ্য–উপাত্ত এই মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিন কার্ড হয়নি। তবে বিষয়টা এমন নয় যে আবার আবেদন করা যাবে না। যুক্তরাষ্ট্র সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, ঠিকঠাক করে আবার গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে।”
গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আরও বেশ কয়েকজন তারকা, পরিচালক এবং প্রযোজক আবেদন করেছেন। তাঁদের মধ্যে কারও আবেদন গৃহীত হয়েছে, আবার কারও হয়নি।