নিজস্ব প্রতিবেদক : দেশের আটজন উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারির প্রজ্ঞাপনে দেওয়া আটজন ইউএনও-র বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো।
এর আগে, মঙ্গলবার নির্বাচন কমিশনের সম্মতির ভিত্তিতে আটজন ইউএনওকে বদলির প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেই তালিকায় ছিলেন বরগুনার পাথরঘাটার ইউএনও ইসরাত জাহান, যাকে ভোলার চরফ্যাশনে বদলি করা হয়েছিল। চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে এবং হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগরে বদলি করা হয়েছিল।
তবে সর্বশেষ প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ বাতিল করে দেওয়া হয়েছে।