শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

মুক্তবাণী রিপোর্ট : রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন।

এ সময় আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে তার বাবা, ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন তিনি।

মূলত আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের নির্বাচনি প্রচারণা শুরু করেন জামায়াত আমির।

তিনি বলেন, শহীদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে জামায়াত।