শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

বিয়ের সাজে ধানুশ-ম্রুণাল, আসলেই কি সত্যি?

বিনোদন ডেস্ক : বিয়ের মৌসুমে নতুন আলোচনায় এসেছে দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাম। দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জন যেন বাস্তব রূপ নিতে চলেছে—হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের ছবি। আর তাতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই সবাইকে চমকে দিয়ে চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন ধানুশ-ম্রুণাল?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয় তাদের বিয়ের ছবি। প্রকাশিত ছবিতে বর-কনের সাজে দেখা যায় ধানুশ ও ম্রুণালকে। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাকে ধানুশ, আর কাঞ্জিভরম শাড়ি ও গয়নায় সেজে ম্রুণাল। দক্ষিণী রীতি মেনে বিয়ের আসরে তাদের উপস্থিতি ফুটে ওঠে ছবিতে। এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকাকেও দেখা যায় সেখানে। ছবির ক্যাপশনে লেখা ছিল—‘চারহাত এক হল ম্রুণাল-ধানুষের। চেন্নাইতে বসেছিল তাদের বিয়ের আসর।’

প্রথমে অনেকেই ছবিটি দেখে আশ্বস্ত হন যে গুঞ্জন এবার সত্যি হলো। কিন্তু পরে জানা যায়, ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত।

উল্লেখ্য, কিছুদিন আগেই গুঞ্জন ছড়ায় যে ফেব্রুয়ারিতেই চার হাত এক হবে ধানুশ ও ম্রুণালের। এমনকি ভ্যালেন্টাইনস ডে’তে তাদের বিয়ে হবে বলেও শোনা যায়। তবে এই গুঞ্জনে জল ঢেলেছেন তারা দুজনেই। ম্রুণাল এক পোস্টে লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল।’ এই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে খবরটি ভিত্তিহীন।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ধানুশও বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এটা একেবারেই ভুয়া খবর।’

অতএব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির কারণে নতুন করে আলোচনায় এলেও ধানুশ-ম্রুণালের বিয়ের খবরটি নিছকই গুজব, বাস্তব নয়।