শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

কালো পোশাকে আত্মবিশ্বাসী লুকে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি থিমভিত্তিক একগুচ্ছ ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের দৃষ্টি কাড়লেন তিনি। কালো পোশাকে তার নতুন লুক মুহূর্তেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

আধুনিক কাটের কালো ব্লাউজ ও লম্বা স্কার্টে নিজেকে উপস্থাপন করেছেন অপু বিশ্বাস। পোশাকের সঙ্গে যুক্ত রয়েছে এক পাশ থেকে ঝুলে থাকা স্বচ্ছ কালো ওড়না, যা বাতাসে ভেসে ছবিতে নাটকীয়তা ও আভিজাত্যের ছোঁয়া এনেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “নিজের জন্য গর্ববোধ করো, তুমি প্রতিবার পড়ে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছ।”—যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অপুর সাজে ছিল আত্মবিশ্বাসী ও পরিণত সৌন্দর্যের প্রকাশ। চুল পরিপাটি করে খোঁপায় বাঁধা, চোখে গাঢ় আই-মেকআপ আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। কানে ও গলায় নীল পাথরের গয়না কালো পোশাকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে লুকটিকে আরও আকর্ষণীয় করেছে।

ছবিগুলো প্রকাশের পর কমেন্ট বক্সে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন তাকে। একজন নেটিজেন লিখেছেন, “আমি তো দেখে ফিদা, এক কথায় অসাধারণ।” আরেকজন মন্তব্য করেন, “আগের সেই সিম্পল অপু আর নেই, এখন আরও কনফিডেন্ট।”

অভিনয় জীবনের শুরুতে ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন অপু বিশ্বাস। এরপর অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।