নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত সরকার পে কমিশনের সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন বা বাতিল করার পূর্ণ অধিকার রাখবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে পে-কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে, তবে অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করবে না।
তিনি আরও জানান, প্রস্তাবিত নতুন পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো চাপ হিসেবে কাজ করবে না। বেতন কমিশনের সুপারিশগুলো সরাসরি কার্যকর হবে না, বরং মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি আর্থিক এবং অন্যান্য দিক বিশ্লেষণ করে সুপারিশ প্রদান করবে। পরবর্তী সরকার চাইলে ওই সুপারিশ পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত নিতে পারবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ ছিল, তা মেটাতে অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করেছে বলেও উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা।
গত বছরের ২৭ জুলাই গঠিত পে-কমিশন ২১ সদস্যের একটি দল, যাদের ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছিল। তবে চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেন।
নতুন বেতন কাঠামোর প্রস্তাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে সর্বোচ্চ মূল বেতন ধার্য করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, আর সর্বনিম্ন মূল বেতন রাখা হয়েছে ২০ হাজার টাকা।