শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

প্রীতমের সঙ্গে প্রথমবার ওটিটিতে মেহজাবীন

বিনোদন প্রতিবেদক : গায়ক হিসেবে পরিচিতি পাওয়া প্রীতম হাসান অভিনয়েও সমান দক্ষতা দেখিয়েছেন। মিউজিক ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও নাটক ও ওয়েব কনটেন্টে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ঘুমপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নতুন রূপে হাজির হচ্ছেন তিনি—স্পাই চরিত্রে। শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ক্যাকটাস-এ এমন চরিত্রে দেখা যাবে তাঁকে। এ সিরিজে প্রথমবারের মতো প্রীতমের সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গতকাল ছিল প্রীতম হাসানের জন্মদিন। বিশেষ এই দিনেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় ক্যাকটাস সিরিজের। এতে প্রীতম অভিনয় করছেন মানসিব নামের এক তরুণের চরিত্রে, যিনি হ্যাকিংয়ের কাজ করেন এবং সেখান থেকেই স্পাই হয়ে ওঠেন। চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ প্রীতম। তিনি শুধু জানিয়েছেন, “আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একই সঙ্গে পথভ্রষ্ট। গল্পটা খুবই ভালো লেগেছে। নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটির আলাদা একটি সত্তা তৈরি হবে।”

অভিনয়ে কাজের পরিমাণ আগের তুলনায় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। তবে ক্যাকটাসের গল্প তাঁকে আকৃষ্ট করেছে। মেহজাবীন বলেন, “নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, এই চরিত্রটা ছেড়ে দেওয়া উচিত হবে না।” তাঁকে যুক্ত করার প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, “আমার এমন একজন অভিনেত্রী দরকার ছিল, যিনি পরীক্ষিত-প্রমাণিত। আমি বিশ্বাস করি, অভিনয় দিয়ে মেহজাবীন চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলবেন।”

চরকির জন্য নির্মিত হচ্ছে ক্যাকটাস। গত ২৪ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে নির্মাতা ও শিল্পীদের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সিরিজটি নিয়ে শিহাব শাহীন বলেন, “ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা সীমাবদ্ধতা আছে। সেগুলো বিবেচনায় নিয়ে ক্যাকটাসকে যতটা বড় করা যায়, সেটা আমরা করেছি। শুরু থেকেই ভেবেছি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ করব এবং একটি স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কি না। আশা করছি সেই ভিশনে আমরা এগোতে পারব।”

সিরিজটিতে আরও অভিনয় করবেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। শিগগিরই শুরু হবে শুটিং। ইতিমধ্যে শিল্পীরা রিহার্সাল শুরু করেছেন।